M.A. 3rd Semester Examination 2018 in Journalism and Mass Communication
JMC - 304CC - Part B
Roll. No. - 92/JMC/171017
-:: এক শহুরে ঘাটের কথা ::-
কি ভাবছেন?
কি ?!
আরে না না আমি কোনো পুকুর ঘাটের কথা বলছি না। আমি বলছি হুগলী নদীর তীরে অবস্থিত ব্রিটিশ শাসনকালে তৈরি তিলোত্তমা তথা কলকাতার অন্যতম জনপ্রিয় ঘাট "বাবুঘাট"-এর কথা। ঔপনিবেশিক স্থাপত্যরীতি অনুসারে নির্মিত এই ঘাটটির প্যাভিলিয়নটি বিশালাকার থাম-বিশিষ্ট ডোরিক-গ্রিক শৈলীতে নির্মিত। কলকাতার জানবাজার এলাকার জমিদার রাজচন্দ্র দাসের নামে নামাঙ্কিত এই ঘাটটির সম্পূর্ণ নাম "বাবু রাজচন্দ্র দাস ঘাট"। রাজচন্দ্র দাসের স্ত্রী রানী রাসমণি ১৮৩০ সালে স্বামীর স্মৃতিরক্ষার্থে এই ঘাট তৈরি করান।
ছবি ঃ গুগল
বার্তমানে হাওড়া স্টেশন ও হাওড়া শহরে যাওয়ার জন্য বাবুঘাটের লঞ্চ ঘাটটি ব্যবহৃত হয়। এখান থেকে নিয়মিত ফেরি পরিষেবা চালু আছে। এই পরিষেবার দায়িত্বে আছে আন্তর্দেশীয় জলপথ কর্পোরেশন। বাবুঘাট থেকে হাওড়া, চাঁদপাল ঘাট, তেলকল ঘাট ও বালিতে যাওয়ার লঞ্চ পরিষেবা চালু আছে। এছাড়াও বিভিন্ন পূজাপার্বণে এই ঘাটে জনসমাগম দেখা যায়, যা সর্বাধিক হয় কলকাতার দুর্গা পুজোর বিসর্জনের সময়ে।
ছবি ঃ গুগল
এছাড়াও এই ঘাটের বাইরে রয়েছে একটি বাস টার্মিনাস। এটি কলকাতার একটি অন্যতম প্রধান বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে ভারতের বিভিন্ন রাজ্যে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য শহরে যাবার বাস ছাড়ে। নিকটস্থ আরেকটি বাস টার্মিনাস থেকে কলকাতার অন্যান্য অঞ্চলে যাবার বাস ছাড়ে। বাবুঘাট কলকাতার প্রধান ব্যবসাকেন্দ্র বড়বাজারের কাছেই অবস্থিত বলে এই বাস স্ট্যান্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাসস্ট্যান্ড।
ছবি ঃ গুগল
আরও জানতে দেখুন :: https://www.youtube.com/watch?v=sP3rKMUP-II



No comments:
Post a Comment